কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
জেলা প্রশাসকের জীবনবৃত্তান্ত
জনাব শাহেদ পারভেজ ২০০৮ সালের ১৬ নভেম্বর পঞ্চগড় জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি জয়পুরহাটের কালাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি বগুড়া জেলার দুপচাচিঁয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাবনা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি উপসচিব হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগে কর্মরত ছিলেন।
শিক্ষা জীবনে তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের রেডিং ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসির ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস