Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা

www.netrokona.gov.bd

নাগরিক সনদ

Citizen’s Charter

রূপকল্প (Vision) ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উন্নয়ন সহায়ক ও জনবান্ধব প্রশাসন গড়া এবং জনগনের জীবনমানের উন্নয়ন।

অভিলক্ষ্য (Mission)সেবাদাতার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও উদ্ভাবন চর্চার মাধ্যমে সেবাদানের পদ্ধতিগত উৎকর্ষ সাধন এবং মানসম্মত সেবা নিশ্চিত করা।

জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণার নাগরিক সনদ (নাগরিকসেবা প্রদানের প্রতিশ্রুতি ও কৌশলপত্র) শাখা অনুযায়ী সন্নিবেশিত করা হলো। শাখাগুলো যথাক্রমে - (১) সাধারণ শাখা, (২) সংস্থাপন শাখা, (৩)রাজস্ব শাখা, (৪) নেজারত শাখা, (৫) জুডিসিয়াল মুন্সিখানা শাখা, (৬) শিক্ষা শাখা, (৭) ট্রেজারী শাখা, (৮) জেনারেল সার্টিফিকেট শাখা, (৯) রেভিনিউ মুন্সিখানা শাখা, (১০) তথ্য ও অভিযোগ শাখা, (১১) স্থানীয় সরকার শাখা, (১২) ত্রাণ ও পুনর্বাসন শাখা, (১৩) মহাফেজখানা শাখা, (১৪) ভূমি হুকুম দখল শাখা, (১৫) ব্যবসা বাণিজ্য শাখা, (১৬) এনজিও সেল, (১৭) ই-সেবা কেন্দ্র, (১৮) প্রবাসী কল্যাণ শাখা এবং (১৯) আইসিটি শাখা।