ঐতিহ্যবাহী নেত্রকোণা লেডিস ক্লাব সম্মানিত সদস্যগণের আন্তরিকতায় সদা সরব ও মুখরিত। প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে জন্মলগ্ন থেকেই ক্লাবটি এর কর্মকান্ড পরিচালনা করে আসছে। সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে নেত্রকোণা লেডিস ক্লাব জেলার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রেও সচেষ্ট। ছোট শান্ত শহরের মাঝে সকলের প্রিয় প্রাঙ্গণ হিসেবে কাজ করে ক্লাবটি। আনন্দ বিনোদনের কেন্দ্র হিসেবেই শুধু নয়, ক্লাবটি নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সময়ের প্রয়োজনে অংশগ্রহণ করে তাকে। সকল ভালো কাজে ক্লাবের সদস্যগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সার্থক করে তুলেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস