ভৌগিলিক অবস্থানঃ
নেত্রকোণা জেলা ২৪০৩৫'থেকে ২৫০১০'উত্তর অক্ষাংশ এবং ৯০০৩০'থেকে৯১০১৫'পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এ জেলার পশ্চিমে ময়মনসিংহ, পূর্বে সুনামগঞ্জ, দক্ষিণে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ, উত্তরে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত।
নামকরণের ইতিহাসঃ নেত্রকোণা বৃহত্তর ময়মনসিংহ জেলার অংশ। এক সময় এটি ময়মনসিংহ জেলার কালিগঞ্জ থানা নামে পরিচিত ছিল। শহর থেকে ৭/৮ কিঃমিঃ উত্তর পশ্চিমে নাটরকোণা নামক স্থানে ইংরেজরা সর্বপ্রথম জরিপ চালায় এবং নাটরকোণাতেই মহকুমা সদর স্থাপিত হয়। ইংরেজদের বিকৃত উচ্চারণের বদৌলতে প্রথম দিকে নাটরকোণা নামটি পরবর্তীতে নেত্রকোণায় রূপান্তরিত হয়। কেউ কেউ মনে করেন শহরের মধ্য দিয়ে প্রবহমান মগরা নদীর বাঁকটি চোখের বাঁকের মত সেজন্য নামাকরণ করা হয়েছে নেত্রকোণা।
প্রাকৃতিক সৌন্দর্যঃ নেত্রকোণা প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমি। দূর্গাপুর উপজেলায় রয়েছে সু-উন্নত গারো পাহাড়। তাছাড়া মগড়া, কংশ,সোমেশ্বরী, ধনু নদী। পাহাড়ের সাথে হাওড় বাওরের অবস্থান প্রকৃতিতে বিরল। এ বিরল সৌন্দর্যের অধিকারী একমাত্র নেত্রকোণা জেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস