শিরোনাম
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোণা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলাপ্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান-এঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফ আলী খান খসরু এম পি. মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ হাবিবা রহমান খান শেফালী, মাননীয় সংসদ সদস্য-৩১৭,জনাব প্রশান্ত কুমার রায়, চেয়ারম্যান, জেলা পরিষদ, আলহাজ্ব নজরুল ইসলাম খান, মেয়র নেত্রকোণা পৌরসভা, জনাব আকবর আলী মুন্সী, পুলিশ সুপার, জনাব নূরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নেত্রকোণা সহ অন্যান্য গুণীজন। উক্ত আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।