নেত্রকোণা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান স্যার আজ কলমাকান্দা উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন, বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেন
কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের পাঁচগাও গ্রামে নির্মিত চন্দ্রডিঙ্গা রিসোর্সটি নির্মিত হলেও দীর্ঘদিন অব্যবহৃত পড়ে আছে। প্রয়োজনীয় সংস্কার করে শীঘ্রই পর্যটকদের জন্য খুলে দেওয়ার নিমিত্তে আজ জেলা প্রশাসক, নেত্রকোণা রিসোর্সটি পরিদর্শন করেন
আজ জেলা প্রশাসক, নেত্রকোণা জনাব আবদুল্লাহ আল মাহমুদ জামান বিভিন্ন এল, এ কেসের মাধ্যমে অধিগ্রহণকৃত ভূমির ৩৩ জন মালিকের মধ্যে ২ কোটি ২০ লক্ষ ৮৬ হাজার ৬২৬ টাকার চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মুন মুন জাহান লিজা
কলমাকান্দা উপজেলার ৪ নং বড়খাপন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয়। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের জায়গায় কয়েকটি তাল গাছ রোপন করেন।
আজ নেত্রকোণা জেলার ৫০ টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে
আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ " শুভ নববর্ষ "। জেলা প্রশাসন, নেত্রকোণা'র আয়োজনে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা'র মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়।
আজ ১ মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবময় ইতিহাসকে স্মরণ করে জেলা প্রশাসন, নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি উদযাপন হয়েছে।
আজ ১০ ফেব্রুয়ারি , ২০২৫ তারিখে নেত্রকোণা জেলা কারাগার পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে কারাগারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণান্তে দিক নির্দেশনা প্রদান করা হয় ও বন্দীদের খোঁজ খবর নেয়া হয়।
আজ ৬ ফেব্রুয়ারি,২০২৫ তারিখে নেত্রকোণা সরকারি কলেজ মাঠে নেত্রকোণা জেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে T-10 ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আজ ৫ ফেব্রুয়ারি , ২০২৫ তারিখ রোজ বুধবার সাপ্তাহিক গণশুনানি করা হয়।গণশুনানিতে আগত সেবাগ্রহীতাগণের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয় এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।