Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ এ ১০:১৫ AM

আঞ্জুমান মুফিদুল ইসলাম,নেত্রকোণা

কন্টেন্ট: পাতা

১৯৮৪ সালে আঞ্জুমান মুফিদুল ইসলাম,নেত্রকোণা শাখার কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে নানারকম প্রতিকুলতার মাঝে সমাজের অবহেলিত দরিদ্র পীড়িত জনগনের সেবা করে আসছে। নেত্রকোণা শাখা প্রথমে বে-ওয়ারিশ লাশ দাফন দিয়ে কার্যক্রম আরম্ভ করলেও পর্যায়ক্রমে এর বিভিন্ন সেবামূলক কাজের পরিধি বাড়ানো, ফ্রি ফ্রাইডে ক্লিনিক পরিচালনা, সুন্নতে খাতনা, দূর্গত এলাকায় ত্রান কার্যক্রম পরিচালনা, শীতবস্ত্র বিতরণ, এতিম মেয়েদের বিবাহে সাহায্য প্রদান, প্রাকৃতিক দুর্যোগকালে মেডিকেল টিম পরিচালনা, ঈদে নতুন কাপড় বিতরণ, চিকিৎসা সহায্য প্রদানসহ অন্যান্য সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে আরেকটি নতুন কার্যক্রমের আওতায় সাতপাই নিজস্ব জায়গায় আঞ্জুমান মুসামিয়া এতিম খানা নামে একটি প্রতিষ্ঠান চালু করা হয়েছে।

আয়ের উৎসঃসদস্য ছাত্রদের মাসিক চাঁদা, দানশীল ব্যক্তিবর্গের দেয়া দান, যাকাত, ফেৎরা, কোরবানীর চামড়ার মূল্য, জেলা প্রশাসন সহ অন্যান্য সরকারী অফিস হতে প্রাপ্ত দান।

যোগাযোগঃপুরাতন হাসপাতাল রোড, নেত্রকোনা।

মোবাইল- ০১৭১২৬১৭৪৭৪, ০১৯১৯৬১৭৪৭৪

সাহায্য পাঠানোর ঠিকানা:

§ সঞ্চয়ী হিসাব নং ১৩৩৪

জনতা ব্যাংক, জয়নগর শাখা, নেত্রকোণা।

§ আঞ্জুমান মুসামিয়া এতিমখানা

সঞ্চয়ী হিসাব নং ২১০৬, ইসলামী ব্যাংক, নেত্রকোণা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন