Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ২০ জুলাই, ২০১২ এ ০৭:৪৬ PM

বিরিশিরি কালচারাল একাডেমী

কন্টেন্ট: পর্যটন স্পট

<p>দূর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমীতে একটি সুপরিসর দ্বিতল ভবন ও একটি রেষ্ট হাউস রয়েছে।&nbsp; এ একাডেমীতে উপজাতীয় সংস্কৃতি চর্চা করা হয়। এখানে প্রতি বছর উপজাতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে। প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে প্রচুর জনসমাগম হয়।</p><p>সতর্কীকরণঃ বিশেষ কোন সতর্কীকরণের বিষয় নেই।</p><p>ভ্রমণের সময়সূচীঃসপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার অফিস সময়ে যাদুঘর খোলা থাকে। এছাড়া এলাকার সৌন্দর্য সারাদিন উপভোগ করা যাবে।</p><p>আবাসন ব্যবস্থাঃ বিরিশিরি কালচারাল একাডেমীর নিজস্ব রেস্ট হাউজ ও জেলা পরিষদ ডাক বাংলো আছে। বিরিশিরি কালচারাল একাডেমীর পরিচালক যতিন্দ্র সাংমার সাথে যোগাযোগ করা যেতে পারে। তার মোবাইল নং-০১৭১১২৩৪৪৭৩</p>
ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন