Details
আজ ১৫ আগস্ট। স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন করে জেলা প্রশাসন, নেত্রকোণা।
দিবসের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয়ের চেতনার বাতিঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ পারভেজ। এসময় আরো পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আশরাফ আলী খান খসরু
এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়; জনাব হাবিবা রহমান খান শেফালী, মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন; বীর মুক্তিযোদ্ধা জনাব অসিত কুমার সরকার সজল, চেয়ারম্যান, জেলা পরিষদ; জনাব মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণা; বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম খান, মেয়র, নেত্রকোণা পৌরসভা; সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ; জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
এরপর জেলা পাবলিক হল মিলনায়তন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও অন্যান্য স্থানে অতিথিবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচিসমূহের অংশ হিসেবে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।