Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ প্রাপ্তির আবেদনের নিয়মাবলী

অনলাইনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সনদ পাওয়ার আবেদনের নিয়মাবলী

অনলাইনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সনদ পাওয়ার জন্য আপনার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর নির্ধারিত ফরমে (www.netrokona.gov.bd তে প্রাপ্ত) নিম্ন বর্ণিত কাগজসহ সরাসরি বা ইমেইলের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসারের ইমেইল ঠিকানা সংশ্লিষ্ট উপজেলার ওয়েব পোর্টালে পাওয়া যাবে। উপজেলার ওয়েব পোর্টাল সমুহ:

www.barhatta.netrokona.gov.bd

www.netrokonasadar.netrokona.gov.bd

www.durgapur.netrokona.gov.bd

www.kendua.netrokona.gov.bd

www.atpara.netrokona.gov.bd

www.madan.netrokona.gov.bd

www.khaliajuri.netrokona.gov.bd

www.kalmakanda.netrokona.gov.bd

www.mohongonj.netrokona.gov.bd

www.purbadhala.netrokona.gov.bd

  • উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করে মতামতসহ ইনথি/ইমেইল/সরাসরি জেলার জেলা প্রশাসক বরাবর প্রেরণ করবেন।
  • জেলা প্রশাসকের কার্যালয় হতে এসএমএস/ইমেইল পেয়ে নির্ধারিত দিনে আবেদনকারীকে স্বাক্ষাৎকার দিতে হবে। জেলা প্রশাসক উপযুক্ত মনে করলে ঐ দিনই হাতে হাতে সনদ প্রদান করবেন এবং একটি কপি জেলার ওয়েব পোর্টালে প্রকাশ করা হবে।
  • যে কেউ  এ তথ্য/সনদ netrokona.gov.bd হতে দেখতে  ও ডাউনলোড করতে পারবে।
  • আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজসমূহ:
    • ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রত্যয়ন পত্র-০১ কপি।
    • স্ব-স্ব পৌরসভা/ইউ: পি: চেয়ারম্যান কর্তৃক পরিচয়পত্র -০১ কপি।
    • জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি (সত্যায়িত) -০১ কপি।
    • ছবি পাসপোর্ট সাইজ (সত্যায়িত) -০৩ কপি।
    • মোবাইল নম্বর।