দেশের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সরকারী বে-সরকারী উন্নয়ন কর্মকান্ডের সুসমন্বয়। যে কোন দেশের বা অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য সরকারী ও বেসরকারী সংস্থা সমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার জন্য রুপকল্প ২০২১ ঘোষণা করেছে। সরকারের একার পক্ষে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। দরকার সরকারী সংস্থা সমূহের পাশাপাশি বে-সরকারী উন্নয়ন সংস্থা সমূহের সমন্বিত উদ্যাগ। সে প্রেক্ষাপটে নেত্রকোণা জেলায় প্রায় ৫০টিরও বেশী এনজিও কাজ করছে। জেলার ১০ টি উপজেলার সব কয়টি উপজেলায় কোন না কোন এনজিও’র কার্যক্রম রয়েছে। জেলায় কর্মরত এনজিও সমূহ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু, মাইক্রোক্রেডিট কর্মসূচী, প্রতিবন্ধী কল্যাণ কর্মসূচী,খাদ্য নিরাপত্তা,দূর্যোগ ব্যবস্থাপনা,ওয়াটার সেনিটেশন এন্ড হাইজিন, দলগঠন, প্রশিক্ষণ কর্মসূচী, দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচী, বনায়ন কর্মসূচী ইত্যাদি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। জেলা প্রশাসন কর্তৃক সার্বিকভাবে এনজিও সমূহের কার্যক্রম মনিটরিং করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS