❗বিশেষ বিজ্ঞপ্তি❗
মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট জেলা রূপান্তরের নিমিত্তে 'স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ' ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে জেলা প্রশাসন, নেত্রকোণার উদ্যোগে ২০৪১ এর স্মার্ট নেত্রকোণার জন্য 'স্মার্ট আইডিয়া চ্যালেঞ্জ-২০২৩' আয়োজন করা হচ্ছে। জেলার সর্বসাধারণের জন্য এই প্রতিযোগিতাটি উন্মুক্ত।
✅প্রতিযোগিতার নিয়মঃ
১। আপনার আইডিয়ার নাম, কিভাবে এই আইডিয়াটি বাস্তবায়িত হবে এবং কিভাবে এটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে - এই তিনটি সেগমেন্টে আপনার আইডিয়া পাঠাতে হবে।
২। অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সংযুক্ত থাকতে হবে।
✅পাঠানোর ঠিকানাঃ
পত্রযোগে প্রেরণঃ
অনিমেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা।
ফোনঃ ০১৩১৮২৫১৪০৫ (এই নম্বরে what's app এও পাঠানো যাবে)
ইমেইলঃ
adceduictnetrokona@mopa.gov.bd
animeshapu0007@gmail.com
✅আইডিয়া পাঠানোর শেষ তারিখঃ ২০/০৩/২০২৩
সেরা তিন আইডিয়া প্রেরণকারীর জন্য জেলা প্রশাসন, নেত্রকোণার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS