Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের জীবনবৃত্তান্ত

বনানী বিশ্বাস

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা


জনাব বনানী বিশ্বাস মাদারীপুর জেলার ডাসার উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতামাতার ০৮ (আট) সন্তানের মধ্যে তিনি ৬ষ্ঠ সন্তান। তিনি নিজ গ্রামের স্কুল এবং কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন এরপর কল্যানী বিশ্ববিদ্যালয়, ভারত থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং বরিশাল বিএম কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ২য় স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ভারতে মিড ক্যারিয়ার এবং উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সর্বশেষ থাইল্যান্ডে এসাইকুডা ওয়ার্ল্ডের একটি সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করেছেন। দাপ্তরিক বিভিন্ন কাজে মরিশাস, দক্ষিণ কোরিয়া, জর্ডান, সিংগাপুর, চীন এবং দুবাই ভ্রমণ করেছেন।

তিনি ২০০৫ সালের ২ জুলাই প্রশাসন ক্যাডারে ২৪ তম বিসিএস এর মাধ্যমে সরকারি চাকুরিতে যোগদান করেন। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করে প্রবেশনার কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীতে কর্মরত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ময়মনসিংহ জেলার গৌরিপুর এবং ময়মনসিংহ সদর উপজেলায় কর্মরত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় কর্মরত ছিলেন। জেলা পরিষদ, ময়মনসিংহের সচিব এবং সিইও হিসেবে কাজ করেছেন। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীন সম্পদ বিভাগে কাজ করেছেন। এছাড়া 'বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এ্যন্ড সার্ভিসেস লি:' (বোয়েসেল) এ জিএম হিসেবে কর্মরত ছিলেন।