প্রশাসন মানেই প্রকৃষ্টরূপে শাসন। উৎকৃষ্ট প্রশাসনের মাধ্যমেই দেশ ও দশের কল্যাণ হয়। যাবতীয় উন্নয়নমূলক কর্মকান্ডের বাস্তবায়ন ও সমন্বয় করে থাকে মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনের কেন্দ্রস্থল হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমিকা অপরিসীম। জেলা প্রশাসক জেলায় সকলক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন। এ কার্যালয় সরকারের ফোকাল পয়েন্ট হিসেবে কার্যক্রম পরিচালনা করে থাকে। এ কার্যালয়ের প্রধান প্রধান কার্যাবলীর মধ্যে জেলা ভূমি রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, অপরাধ প্রতিরোধমূলক ফৌজদারি ব্যবস্থা, স্থানীয় সরকার, জাতীয় ও স্থানীয় নির্বাচন, পাবলিক পরীক্ষা, ট্রেজারি, সার-বীজ- জ্বালানী ব্যবস্থাপনা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন, পাসপোর্টসহ বিভিন্ন লাইসেন্স/পারমিট ইস্যু ও নবায়ন, মোবাইল কোর্ট পরিচালনা, জেলার উন্নয়নমূলক ও আন্ত:বিভাগীয় কার্যক্রমের সমন্বয় সাধন তথা উন্নয়ন, জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজস্ব ও সাধারণ প্রশাসনের সকল কর্মকান্ড এই প্রতিষ্ঠান সম্পাদন করে।নেত্রকোণা জেলার ওয়েব-পোর্টাল এখানকার জনমানুষের সাথে জেলা প্রশাসনের, বিভিন্ন বিভাগ এবং সরকারের সাথে একটি সেতুবন্ধন রচনা করবে যা এখানকার সমস্যা ও সম্ভাবনাগুলোকে সহজে তুলে ধরবে এবং সাধারণ জনগণ জেলা প্রশাসনের মাধ্যমে তাদের প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয় ঘটাতে সক্ষম হবে । নেত্রকোণা জেলার ওয়েব-পোর্টালের মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে সহজে তথ্যাদি পাওয়া যাবে।
(ড. মোঃ মুশফিকুর রহমান)
জেলা প্রশাসক, নেত্রকোণা
ফোন-০৯৫১-৬১৫১১
E-mail:dcnetrokona@mopa.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS