Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিল্পক্ষেত্রে সম্ভাবনা

ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানা স্থাপনে কোন বাঁধা নেত্রকোণাতে নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল বিধায় শিল্প কারখানা এবং ব্যবসা বাণিজ্য প্রসারের সম্ভাবনা রয়েছে। এ জেলা কৃষি নির্ভর বিধায় মৎস্য হ্যাচারী, পোল্ট্রি শিল্প, পশু খাদ্য উৎপাদন ও অন্যান্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত শিল্প নগরী বাস্তবায়িত হলে শহরের আবাসিক এলাকায় বিচ্ছিন্নভাবে গড়ে উঠা শিল্প স্থানান্তরের সুযোগসহ চাহিদা ও সম্পদ ভিত্তিক নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠার অমিত সম্ভাবনা রয়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, নতুন উপশহর ও পরিবেশসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রস্তাবিত নেত্রকোণা বিসিক শিল্প নগরী হচ্ছে সর্বশেষ সংযোজন।

রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের সঙ্গে নেত্রকোণার যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে এবং স্থানীয় কাঁচামালের প্রাচুর্য্য, বিশ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত জেলার পণ্যের চাহিদা, বিদ্যুৎগ্যাস সরবরাহের নিশ্চিত ব্যবস্থা করে এবং সামাজিক-সাংষ্কৃতিক অনুকূল অবস্থা কাজে লাগিয়ে এখানে শিল্পায়নের সম্ভাবনা বিরাজমান। বিশেষ করে স্থানীয় সম্পদ ও কাচাঁমাল এবং স্থানীয় চাহিদা ও কারিগরী দক্ষতার (মানব সম্পদ) ভিত্তিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উজ্জল সম্ভাবনা বিরাজ করছে।

এক নজরে শিল্প প্রতিষ্ঠান:: ২২২টি

 

স্থাপিত/ বিদ্যমান ক্ষুদ্র শিল্পের সংখ্যা

:

২২২টি

(ক)

বিনিয়োগ

:

২৩২৮.৭৫ লক্ষ টাকা

(খ)

মোট কর্মসংস্থান সৃষ্টি

:

৭৫৯৭ জন

 

স্থাপিত/ বিদ্যমান কুটির শিল্পের সংখ্যা

:

১৪০৩ টি

(গ)

স্থাপিত বিনিয়োগ

:

৫৪০.১০ লক্ষ টাকা

(ঘ)

মোট কর্মসংস্থান সৃষ্টি

:

২৫৬০ জন

১.

সম্ভাব্য ক্ষুদ্র শিল্পের সংখ্যা

:

 

 

(স্থানীয় কাঁচামাল ভিত্তিক)

:

৬৪ টি

২.

সম্ভাব্য ক্ষুদ্র শিল্পের সংখ্যা

:

 

 

(স্থানীয় চাহিদা ভিত্তিক)

:

৪৬টি

৩.

ভারী ও মাঝারী শিল্প

:

নাই

৪.

শিল্প নগরীর সংখ্যা

:

১টি

৫.

শিল্প নগরীর নাম

:

বিসিক শিল্প নগরী, নেত্রকোণা।

৬.

প্লট সংখ্যা

:

৯৭টি

৭.

সম্ভাব্য শিল্প ইউনিট সংখ্যা

:

৭৫টি

৮.

সম্ভাব্য বিনিয়োগ:

:

প্রায় ৪০ কোটি টাকা

৯.

সম্ভাব্য কর্মসংস্থান

:

প্রায় ৬০০০

এক নজরে বিসিক শিল্প নগরী

*

শিল্প নগরীর নাম

:

নেত্রকোণা বিসিক শিল্প নগরী

*

অবস্থান

:

মৌজা: রাজেন্দ্রপুর, ইউপিঃ চল্লিশা, সদর, নেত্রকোণা।

*

জমির পরিমান

:

১৫ (পনের) একর।

*

জমির মূল্য

:

২,০৪,১১,৩৬৭.২০ টাকা (ক্ষতিপূরণসহ)

*

জমি অধিগ্রহণের তারিখ

:

০৭/০৩/০৪ ইং

*

শিল্প নগরীর বর্তমান অবস্থা

:

কার্যক্রম চলমান

 

শিল্প নগরীর সম্ভাবতা

 

 

*

মোট প্লট সংখ্যা

:

৯৭টি

*

মোট শিল্প ইউনিট

:

৭৫টি

*

শিল্পে মোট বিনিয়োগের পরিমাণ

:

প্রায় ৪০ কোটি টাকা

*

বার্ষিক টার্নওভার

:

প্রায় ১২০ কোটি টাকা

*

কর্মসংস্থান সৃষ্টি

:

 

 

স্থায়ী

:

প্রায় ২৫০০ জন।

 

পরোক্ষ

:

৩৫০০ জন